অনেকদিন আগে চিঠি লেখাটা ছিলো, একটা শিল্পের মতো, কিন্তু এখন এই ফেসবুকের দুনিয়ায় এই শিল্প বিলীনের পথে।।। আগে মনের ভাব প্রকাশ করা হতো এই চিঠির মাধ্যমে, এটা আমাদের সবারই জানা।
এরকম ই এক সময়ে, সংঘটিত হয় মুক্তিযুদ্ধ,,
দিনের পর দিন না দেখা হওয়া মানুষগুলো লিখতে থাকে তাদের মনের ভাব, আর লেখা সম্পূর্ণ হইলেই পাঠিয়ে দেয় প্রিয়জনের কাছে।। কিন্তু চিঠিগুলো কি আদৌ ঠিক মানুষের কাছে পৌছাবে কিনা, তা নিয়ে সন্দিহান থাকে চিঠির লেখকেরা।। সব সময় মনে একটা ভয়, কি হবে!! কি হবে!!
বইটিতে ১৫০টি চিঠি সংগ্রহ করা আছে।।। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন ক্যাম্পে থেকে মুক্তিযোদ্ধারা যে চিঠি লিখেছেন তাদের আত্মীয়স্বজনদের উদ্দেশ্যে সেগুলো, এবং যারা বাড়ি থেকে যুদ্ধের জন্য বাবা মা কে না বলে চলে গিয়েছিল তাদের চিঠি সংকলিত রয়েছে।।
এর মাঝে কেউ কেউ ছিলেন যারা দেশ স্বাধীন করে আবার ঘরে ফিরতে পেরেছিল,,আবার কেউ কেউ আছে চিঠি লেখার কিছুদিন পরেই পাকিস্তানি সৈনিকদের হাতে মারা যায়,,, মায়ের প্রতি নিজের সংসারের প্রতি কিছু দ্বায়িত্ববোধ থেকেও রয়েছে আবেগমাখা কিছু চিঠি।।
কিছু চিঠি ছিল বড় অনেক সাংসারিক আলাপে ভরপুর,,সেগুলোর বিষয়বস্তু ছিলো জমিজমা নিয়ে।এগুলো পড়তে একটু খারাপ লেগেছে, আবার কিছু ছিলো বাবার দ্বায়িত্ববোধ থেকে সন্তানের প্রতি খেয়াল রাখার আবদার, তার সহধর্মিনির প্রতি।।এগুলো খুবই আবেগে পরিপূর্ণ ছিলো।
বাবা এবং তার ছোট বাচ্চা, মা ও তার ছেলে, আবার সদ্য জন্মগ্রহন করা বাচ্চার সাথে তার না দেখতে পারা বাবার যে কষ্ট এইসব চিঠিগুলো পড়ার সময় দৃশ্যগুলো চোখে ভাসছিলো।।
আশা করি কারও খারাপ লাগবেনা,, তবে একটু সময় নিয়ে পড়তে হবে,,, প্রতিদিন ২/৩ টা করে পড়লে একঘেয়েমি আসবেনা।।
by: Tasnim Mim
Publisher:
প্রথমা প্রকাশন
Category:
মুক্তিযুদ্ধ
ISBN: 9789848765005
Number of pages: -