উমর ইবনে আব্দুল আজিজ মুহাম্মদ বিন কাসিমকে উপদেশ দিয়ে বলেন- তুমি এমন এক দেশে যাচ্ছ, যেখানকার লোকেরা নিচ জাতের ওপর উচ্চ শ্রেনীর লোকের আধ্যিপত্যের জন্মগত অধিকার স্বীকার করে। সিন্ধুর যথোচ্ছাচারের মূলোৎপাটিত হওয়ার পর তোমারা যদি মানুষের সামনে ইসলামের বাস্তব চিত্র তুলে ধরতে পারো তাহলে আমার দৃঢ়বিশ্বাস, তোমরা তাদের হৃদয়ও জয় করতে সক্ষম হবে। আজ যারা তোমাদের শত্রু, কাল তারাই তোমাদের হন্ধু হতে বাধ্য হবে। মনে রেখো, মুসলমান বিধবা ও এতিমদের ওপর সিন্ধুরাজের অত্যাচারের কাহিনী শুনে অনেক যুবক কেবল প্রতিশোধ নিতে তোমার সঙ্গে যেতে প্রস্তুত হয়েছে। কিন্তু তাদের কাউকে পরাজিত শত্রুর ওপর আক্রমণ করতে অনুমতি দেবে না। কারণ আল্লাহ অত্যাচারীদের কখনও পছন্দ করেন না।যুদ্ধে কেউ যদি আঘাতে পরিশ্রান্ত হয়ে তোমার আশ্রয় চায়, তার ক্ষতে মলম লাগাবে।
আমাদের বিধবা ও এতিমদের ওপর অত্যাচার হলেও ওদের বিধবা ও এতিমদের মাথায় তুমি স্নেহের হাত বোলাবে। এ কথা স্মরণ রেখো, আল্লাহ প্রতিবেশী রাজ্যের ওপর আরবদের রাজনৌতিক আধিপত্য চান না; বরং অধর্মের বিরুদ্ধে সত্য ধর্মের বিজয় চান। সিন্ধুজয়ের কাহিনী নিয়ে সমর ইসলামের বিজয়ের গল্প-৪; সিন্ধু বিজেতা মুহাম্মদ ইবন কাসিম।
Publisher:
অবধূত বইঘর
Category:
বইমেলা-২০১৯
ISBN: 9789849339922
Number of pages: -